বাংলা সাহিত্যের আধুনিক যুগ

বাংলা সাহিত্যের যুগবিভাগের আধুনিক যুগ (১৮০১ খ্রি -বর্তমান)

Advertisements

বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময়কাল (১৮০১ খ্রি -বর্তমান): ১৮০১ খ্রি থেকে বর্তমান পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক যুগে ঘটেছে নানা ধরনের গুণগত পরিবর্তন ও বিকাশ। বাংলা সাহিত্যের আধুনিক যুগের শুরুতে নতুন ধারা ও চিন্তার পরিচয় পাওয়া যায় , যেখানে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক উত্তরণের প্রতিফলন স্পষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, ও অন্যান্য সাহিত্যিকদের কাজ বাংলা সাহিত্যের আধুনিকীকরণের মূল ভিত্তি। তাহলে চলো, শুরু করি।


বাংলা সাহিত্যের আধুনিক যুগ (১৮০১ খ্রি -বর্তমান)

১। আধুনিক যুগের সময়কাল (১৮০০-বর্তমান)।

২। আধুনিক যুগের প্রধান বৈশিষ্ঠ্য মানবতা।

৩। আধুনিক যুগও কয়েকটি ভাগে বিভক্ত: প্রস্তুতিপর্ব, বিকাশের যুগ, রবীন্দ্রপর্ব, রবীন্দ্রোত্তর পর্ব, বাংলাদেশ পর্ব।

Advertisements

৪। প্রস্তুতিপর্বের সময়কাল (১৮০০-১৮৬০)

৫। বিকাশের যুগের সময়কাল (১৮৬০-১৯০০)

৬। রবীন্দ্রপর্বের সময়কাল (১৯০০-১৯৩০)

৭। রবীন্দ্রোত্তর পর্বের সময়কাল (১৯৩০-১৯৪৭)

৮। বাংলাদেশ পর্বের সময়কাল (১৯৪৭-)।

৯। “পদ্মিনী উপাখ্যান” আধুনিক কাব্যধারা সম্পর্কিত তথ্য আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য।

১০। পদ্মিনী উপাখ্যা রচনা করা হয় (১৮৫৮)।

১১। বিহারীলাল চক্রবর্তী হলেন আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি

১২। বিহারীলাল চক্রবর্তী এর রচনাসমূহ- বঙ্গসুন্দরী (১৮৭০); সারদামঙ্গল (১৮৭৯); সাধের আসন (১৮৮৯)।

১৩। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর মাধ্যমে সূত্রপাত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন।

১৪। শিখা’ পত্রিকা ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র।

১৫। ‘শিখা’ পত্রিকার স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখাবে অসম্ভব।

১৬। ‘শিখা’ পত্রিকা প্রকাশিত হয় ১৯২৭ সালে।

১৭। অগ্নিবীণা বাংলা সাহিত্যের বিদ্রোহী প্রধান কাব্য (নজরুল রচিত)।

১৮। প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)।

১৯। কবিতা বলতে বুঝায় ভাবনার ছন্দময় প্রকাশ।

২০।কবিতা হল বাংলা সাহিত্যের প্রাচীনতম ধারা

২১। স্বর্ণ কুমারী দেবী আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি।

২২। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।

২৩। মেঘনাদবধ হল বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য

২৪। ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি।

২৫। মেঘনাদবধ এর রচনাকাল (১৮৬১)

২৬। মেঘনাদবধ এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।

২৭। রামায়ণ হল প্রাচ্য ও পাশ্চাত্যের প্রভাবে রচিত ‘মেঘনাদবধ কাব্যের কাহিনীর উৎস

২৮। পাণিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে রচিতা মহাকাব্য মহাশ্মশান

২৯। মহাশ্মশান এর রচয়িতা কায়কোবাদ

৩০। ছোটগল্প বলতে বুঝায় স্বল্প ভাষায় ও স্বল্প পরিসরে জীবনের খণ্ডাংশের বর্ণনা।

৩১। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ ছোটগল্প।

৩২। বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা ছোট গল্প।

৩৩। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্প উৎকর্ষ লাভ করে।

৩৪। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর।

৩৫। ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে “বাংলা একাডেমি” প্রতিষ্ঠিত হয়।

৩৬। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সার্থক ছোটগল্পকার।

৩৭। রবীন্দ্রনাথ ঠাকুরবাংলা ছোটগল্পের জনক বলা হয়।

৩৮। বাংলা ভাষা বিষয়কবৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

৩৯। বর্ধমান হাউস বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম।

৪০। ১৭৪৮ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

৪১। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা।

৪২। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’

৪৩। ‘বেঙ্গল গেজেট’ ছিল একটি ইংরেজি সাময়িকপত্র।

৪৪। ২০০৩ সালে বাংলাপিডিয়া’ প্রকাশিত হয়।

৪৫। ‘বেঙ্গল গেজেট’ জেমস অগাস্টাস হিকি কর্তৃক ১৭৮০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

৪৬। শ্রীরামপুর মিশন থেকে ১৮১৮ তে ‘সমাচার দর্পণ’ নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের হয়।

৪৭। ‘সমাচার দর্পণ’ এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।

৪৮। বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক তারাচরণ সিকদার রচিত ভদ্রার্জুন (১৮৫২)।

৪৯। ভদ্রার্জুন বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক।

৫০। বাংলা ভাষার প্রথম সার্থক ও আধুনিক নাটক শর্মিষ্ঠা

৫১। শর্মিষ্ঠা এর রচনাকাল ১৮৫৯

৫১। বাংলা উপন্যাস রচনার সূচনা উনিশ শতকের প্রথমার্ধে।

৫২। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৫৩। বাংলা নাটকের উৎপত্তি ক্রমবিকাশ বাংলা নাটক প্রথম মঞ্চে অভিনীত হয় ১৮৫৭সালে।

৫৪। বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী

৫৫। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক নীলদর্পণ

৫৬। নীলদর্পণ এর রচনাকাল (১৮৬০)। নীলদর্পণ এর রচয়িতা দীনবন্ধু মিত্র।

৫৭। প্রহসনমূলক নাটক মূলত হাস্যরস প্রধান।

৫৮। কৃষ্ণকুমারী এর রচনাকাল (১৮৬১)।

৫৯। বাংলা সাহিত্য প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক ‘বসন্ত কুমারী’ (১৮৭৩)

৬০। ‘বসন্ত কুমারী’ এর রচয়িতা মীর মশাররফ হোসেন।

৬১। মানুষের সুখ-দুঃখকে অভিনয়ের প্রকাশরীতি হলো নাটক।

৬২। নাটকের অপর নাম দৃশ্যকাব্য।

৬৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ব্যঙ্গরসাত্মক রচনা কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর এর রচনাকাল (১৮৭৫)।

৬৪। গদ্যের চর্চা শুরু হয় আধুনিক যুগের প্রথম পর্যায়ে।

৬৫। আধুনিক যুগে মহাকাব্যের ধারা প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।

৬৬। বাংলা ভাষার প্রথম গদ্য লেখক পর্তুগিজ পাদ্রি মনোএল দা আসসুম্পসাঁও।

৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের ৪ মে। ফোর্ট উইলিয়াম কলে বাংলা বিভাগ খোলা হয় ১৮০১ সালে।

৬৮। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন (১৮০১)।

৬৯। ‘কবর’ নাটকটি বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়।

৭০। মাইকেল মধুসূদন রচিত সর্বশ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী।

৭১। প্রথম সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৭২। বত্রিশ সিংহাসন এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৭৩। বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের।

৭৪। উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে।

৭৫। ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে

৭৬। বাংলা প্রেস ১৮৬০ সালে মুদ্রিত দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ ঢাকায় প্রকাশিত প্রথম গ্রন্থ)।

৭৭। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮১৭ সালে।

৭৮। ইয়ংবেঙ্গল’ বলতে বুঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ংবেঙ্গল’ এর মন্ত্রগুরু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইয়ংবেঙ্গল’ আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে।

৭৯। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯১১ সালে। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ এর প্রথম সম্পাদক ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৮০। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি।

৮১। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দে।

৮২। ১৮১৮ খ্রিস্টাব্দে এই মিশন থেকে যে দুটি পত্রিকা প্রকাশিত হয় দিগদর্শন ও সমাচার দর্পণ।

৮৩। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে।

৮৪। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, রচিয়তা- প্যারিচাদ মিত্র

৮৫। বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী

৮৬। বাংলা গদ্যের পথিকৃৎ – উইলিয়াম কেরি।


আরো পড়ুন:

বাংলা সাহিত্যের যুগবিভাগ প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি)


গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর (বাংলা সাহিত্যের আধুনিক যুগ)

প্র: আধুনিকতার প্রধান লক্ষণ কী?
উত্তর: স্বদেশপ্রেম ও মানবতাবোধ।

প্র: বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থের নাম কী?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ।

প্র: বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ এর রচয়িতা?
উত্তর: দোম আন্তোনিও।

প্র: শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য?
উত্তর: প্রথম বাংলা মুদ্রণ।

প্র: উপমহাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৪৯৮ সালে।

প্র: বাংলাদেশ ভূখণ্ডে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: রংপুরে, ১৮৪৭ সালে।

প্র: বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৮০০ সালে।

প্র: বাংলা অক্ষরের প্রথম নক্শা তৈরি করেন কে?
উত্তর: চার্লস উইলকিন্স।

প্র: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিন্স।

প্র: বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ।

প্র: ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়?
উত্তর: ১৮০০ সালের ৪ মে।

প্র: ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লর্ড ওয়েলেসলি।

প্র: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ উইলিয়াম কেরির ‘কথোপকথন’ গ্রন্থটি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৮০১ সালে।

প্র: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কখন?
উত্তর: ১৮০১ সালে।

প্র: ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে?
উত্তর: উইলিয়াম কেরি।

প্র: ‘ইতিহাসমালা’ গ্রন্থের লেখক কে?
উত্তর: উইলিয়াম কেরি।

প্র: বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্র: বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কী?
উত্তর: কৃষ্ণকুমারী।

প্র: বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবক্তা কবি হলেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্র: বাংলা গদ্যছন্দের প্রবর্তক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

প্র: বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
উত্তর: গীতিকবিতা।

প্র: ‘মেঘনাদবধ’ মহাকাব্যের রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্র: ‘কৃষ্ণকুমারী’র রচয়িতা কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্র: বাংলা সাহিত্যে একমাত্র সার্থক মহাকাব্যের নাম কী?
উত্তর: মেঘনাদবধ কাব্য।

প্র: প্যারীচাঁদ মিত্র তাঁর কোন উপন্যাসে সর্বপ্রথম চলিত রীতির প্রবর্তন করেন?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৭)।

প্র: বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
উত্তর: প্যারীচাঁদ মিত্রকে।

প্র: ‘ঠকচাচা’ চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসে।

প্র: ‘ভ্রান্তিবিলাস’ (অনুবাদ গ্রন্থ) গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্র: কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলাপিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
উত্তর: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।

প্র: ‘বাংলাপিডিয়া’র প্রধান সম্পাদক কে?
উত্তর: সিরাজুল ইসলাম।

প্র: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কখন?
উত্তর: ৩ ডিসেম্বর ১৯৫৫।

প্র: বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
উত্তর: বর্ধমান হাউস।

প্র: ‘একুশে গ্রন্থমেলা’র আয়োজক সংস্থার নাম কী?
উত্তর: বাংলা একাডেমি।

প্র: ‘বাংলা একাডেমি’ পুরস্কার কোন সাল থেকে প্রবর্তিত হয়?
উত্তর: ১৯৬০ সালে।

প্র: বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে?
উত্তর: বাংলা একাডেমি।

প্র: কোন বিষয়ের ওপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে থাকে?
উত্তর: সাহিত্য।

প্র: পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতি ব্যবহার করেন?
উত্তর: রাজা রামমোহন রায়।

প্র: বাংলা গদ্যসাহিত্যের উদ্ভব হয় কোন শতকে?
উত্তর: উনিশ শতকে/আধুনিক যুগে।

প্র: বাংলা গদ্যে প্রথম যতিচিহ্ন ব্যবহার করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্র: বাংলা চলিত রীতির প্রবর্তক কে?
উত্তর: প্রমথ চৌধুরী।

বহুনির্বাচনী প্রশ্ন: বাংলা সাহিত্যের আধুনিক যুগ (নিজে চেষ্ঠা কর)

১) ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’- এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে –

ক) ১৯২৬
খ) ১৯২১
গ)১৮৬৪
ঘ) ১৯০৫

২) ইয়ং বেঙগল কী?

ক) মুক্ত চিন্তায় বিশ্বাসী তরুণগোষ্ঠী
খ) বিশেষ গেরিলাগোষ্ঠী
গ) রাজনৈতিক দল
ঘ) যাদুঘর

৩) বাংলা একাডেমির প্রতিষ্ঠা হয় –

ক) ১৯৬৫
খ) ১৯৫৫
গ) ১৯৬৭
ঘ) ১৯৬৯

৪) বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়-

ক) সতেরো শতকে
খ) আঠারো শতকে
গ) উনিশ শতকে
ঘ) পনেরোশ শতকে

৫) উপমহাদেশের প্রথম কারখানা কতসালে?

ক) ১৫৯৮
খ)১২৯৮
গ) ১৩৯৮
ঘ) ১৪৯৮

৬) আধুনিক মিশনসমূহের জনক বলা হয়-

ক) বুদ্ধদেব বসু
খ) প্যারিচাদ মিত্র
গ) উইলিয়াম কেরি
ঘ) শরৎ চন্দ্র

৭) উইলিয়াম ক্যারির ইতিহাসমালা গ্রন্থে কয়টি গল্প আছে?

ক) ১৫০
খ) ২০০
গ) ২৫০
ঘ) ৩০০

৮) পুরুষ পরীক্ষা কার লেখা?

ক) চণ্ডীচরণ মুনশি
খ) রাম রাম বসু
গ) হরপ্রসাদ রায়
ঘ) উইলিয়াম কেরি

৯) কল্লোল যুগের প্রধান বৈশিষ্ট্য –

ক) রবীন্দ্র বিরোধিতা
খ) উপন্যাস বিরোধিতা
গ) চলিত ভাষার বিরোধিতা
ঘ) প্রেসের বিরোধিতা

১০) বত্রিশ সিংহাসন কার রচনা?

ক) মৃত্যঞ্জয় বিদ্যালংকার
খ) রাম রাম বসু
গ) বিদ্যাসাগর
ঘ) রাজীব লোচন


বাংলা সাহিত্যের যুগবিভাগের আধুনিক যুগ (১৮০১ খ্রি -বর্তমান) | বাংলা সাহিত্যের আধুনিক যুগ (১৮০১ খ্রি -বর্তমান) লেকচার শীট পিডিএফ ডাউনলোড করুন।

Facebook
X
LinkedIn
Telegram
Print

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

Subscribe our Newsletter

Scroll to Top